মেসিকে বছরে ৪০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব আল-হিলালের

আরো পড়ুন

সৌদি আরবের ক্লাব আল-নাসরে থেকে বছরে ২০ কোটি ইউরো পান পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। আর আর্জেন্টাইন তারকা মেসিকে স্রেফ এর দ্বিগুণ বেতনের প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল-হিলাল।

কোনো গুঞ্জন নয়, আনুষ্ঠানিকভাবে সত্যিই এই প্রস্তাব যে মেসিকে দেয়া হয়েছে, তা জানিয়েছেন দলবদলের খবরের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হয়ে ওঠা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে লিখেন, লিওনেল মেসির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে আল-হিলাল। পারিশ্রমিক বছরে ৪০ কোটি (বাংলাদেশি টাকায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি।

পিএসজিতে মেসির চুক্তি নবায়ন দিন দিন আরো জটিল হচ্ছে। মেসি পিএসজির কাছ থেকে আগামী বছরে চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বীতা করার মতো ভারসাম্যপূর্ণ দলের নিশ্চয়তা না পেলে চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ খবর আরোকয়েক মাস পুরোনোই। এর মধ্যে গত দু-তিন দিনে ফ্রান্সে গুঞ্জন শুরু হয়েছে, পিএসজিও এখন মেসিকে ছেড়ে দেয়ার চিন্তাই করছে। যদিও কাতারের মালিকপক্ষ থেকে মেসির চুক্তি নবায়নে পিএসজিকে সম্ভাব্য সব করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও শোনা যায়।

কিন্তু পিএসজি সমর্থকদেরই দুয়োর শিকার হওয়ার পর পিএসজিতে থাকার ইচ্ছে আরো মরে গেছে মেসির, বাতাসে এমনই শোনা যাচ্ছে। এদিকে বার্সেলোনা তাকে ফিরে পেতে তোড়জোর শুরু করেছে। সব মিলিয়ে মেসি আগামী মৌসুমের দলবদলের অন্যতম আলোচিত নাম।

এর মধ্যে আল-হিলাল যেন তাদের ভাগ্যপরীক্ষায় নেমেছে। মেসি অন্তত ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত ইউরোপের ফুটবলে থাকতে চান-এটাও প্রায় সবারই জানা। আল-হিলাল এর মধ্যে টাকা-পয়সার জোর দেখিয়ে মেসির ভাবনায় প্রভাব ফেলতে চাইছে আর কী।

রোনালদো আল-নাসরে যাওয়ার পর থেকেই মেসিকে পেতে দুহাত বাড়িয়ে রেখেছে আল-হিলাল, এখন মেসির চুক্তি নিয়ে জটিলতার মধ্যে প্রস্তাবটা নিয়ে হাজির হয়ে গেল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ