গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের সমর্থনে হাইকোর্টে হাজারো মানুষের ঢল নেমেছে। তারা সবাই মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্ট বিভাগের এনেক্স ভবনের সামনে অবস্থান করছেন।
মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায় ঘোষণা করা হবে। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশির উল্লহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি রায়ের জন্য নির্ধারিত আছে। জানা গেছে, বেঞ্চের ১১ নম্বর আইটেমে রাখা হয়েছে এটি।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) এ বিষয়ে রায়ের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
গত বছরের ২৩ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সবশেষ গত ১৫ মার্চ হাইকোর্টের একই বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

