ঈদ ও নববর্ষের মালামাল পুড়ে ছাই

আরো পড়ুন

আগুনে পুড়ে গেছে ঢাকার বঙ্গবাজার। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ব্যবসায়ীরা নিজেদের দোকানে যেসব মালামাল তুলেছিলেন, সেইসব পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়।

ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে আগুন আশাপাশে ছড়িয়ে পড়ায় একে একে পুড়ছে আরো কয়েকটি মার্কেট।

একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, এখানে অধিকাংশই পাইকারি দোকান। ঈদ আর নববর্ষ উপলক্ষে পুরো মাস ব্যবসা ভালো হবে আশায় তারা নিজেদের দোকানে শার্ট-প্যান্ট, শাড়িসহ বিভিন্ন ধরনের কাপড়ের স্টক বাড়িয়েছিলেন। বঙ্গবাজারে পাঁচ শতাধিক শাড়ির দোকান ছিল। সবগুলো দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।

মার্কেটের মিলন ফ্যাশন ফেয়ারের মালিক শরীফ উদ্দীন বলেন, আমার সব রেডিমেট আইটেম ছিল। ঈদ উপলক্ষে বেশি বিক্রি হয় প্রতি বছর। এ কারণে অনেক কাপড় সংগ্রহ করেছি। কিন্তু এখন নি:স্ব হয়ে গেলাম!

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরো চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। মার্কেট থেকে আগুন পুলিশের সদর দফতরেও ছড়িয়ে পড়েছে। সদর দফতরে ভেতরের চারটি ব্যারাকে আগুন লেগেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ