যশোরে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আরো পড়ুন

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও সরকারি মহিলা কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৃথক দুটি আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হামলা চালিয়েছিল, তার ক্ষত আজও শুকায়নি। যা ইতিহাসের এক নারকীয় হত্যাযজ্ঞ।

সরকারি এম এম কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এসময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম, গণহত্যা দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর জিল্লুল বারী প্রমুখ।

এদিকে সরকারি মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।

কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাধাক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষরে সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, উদযাপন কমিটির আহবায়ক নাসিরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ