বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল চালক

আরো পড়ুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সাব্বির হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার জামাদার পুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই আবুল হাসানাত।

নিহত সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। সাব্বির নন্দীগ্রামে কোয়ালিটি ফিড কোম্পানিতে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন সাব্বির। বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুরের জামাদার পুকুর এলাকায় এলে মালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই আবুল হাসানাত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ