গ্রেফতার হতে পারে ডোনাল্ড ট্রাম্প

আরো পড়ুন

২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকাকে টাকা দিয়ে মুখ বন্ধ করানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার গ্রেফতার হতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে দেয়া এক ব্লগ পোস্টে তিনি এমনটা দাবি করেন।

ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস থেকে ফাঁস হওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আগামী মঙ্গলবার শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হবে। এ সময় গ্রেফতার ঠেকাতে সমর্থকদের প্রতিবাদ করারও আহবান জানান ট্রাম্প।

তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ম্যানহাটনের অ্যাটর্নি অফিসের কোনো কর্মকর্তা।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পের আইনজীবী সিএনবিসিকে জানিয়েছেন, ম্যানহাটনের গ্র্যান্ড জুরি অভিযুক্ত করলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে আত্মসমর্পণ করবেন।

অভিযোগ রয়েছে, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা গোপন রাখতে তাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। যদিও শুরু থেকেই ট্রাম্প এসব অভিযোগের কথা অস্বীকার করে আসছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ