বগুড়ার হাসনাপাড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় ছকিনা ও তার মা আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেছে রুবেল নামের এক ব্যক্তি।
নিহত ছকিনার ছেলে সাব্বির আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রুবেল তাদের বাড়িতে এসে ছকিনাকে ঘুম থেকে ডেকে তোলে। ছকিনা তার প্রথম স্বামীকে পুনরায় বিয়ে করায় রুবেল ক্ষুব্ধ ছিল। এ নিয়ে তর্কের একপর্যায়ে রুবেল সঙ্গে আনা রামদা দিয়ে ছকিনাকে কোপাতে শুরু করে।
ছকিনাকে বাঁচাতে গেলে তার মা আনোয়ারা বেগমও রুবেলের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে ছকিনা এবং শনিবার বেলা ১১টার দিকে আনোয়ারা বেগম মারা যান।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং বাড়ির পাশের বাঁশঝাড় থেকে রক্তমাখা রামদা উদ্ধার করে। ভোর পাঁচটা পর্যন্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালালেও এখনো তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত মা-মেয়ের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।