চট্টগ্রাম ৮ (বোয়ালখালী-চান্দঁগাও) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাতে আওয়ামী লীগের দফতার সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী সোমবার (২০ মার্চ) থেকে বুধবার (২২ মার্চ), প্রতিদিন সকাল সড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।
মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদন পত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
আবেদন পত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ ৭৩ বছর বয়সে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দুই বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এরপর এ সংসদীয় আসনটি শূন্য হয়।
এর আগে (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি শূন্য আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ।

