আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) যশোর আরআরএফ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আশা কেন্দ্রীয় কার্যালয়ের টিম-ডি ডিরেক্টর আবদুল মোতালিব। আশা খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক।
উপস্থিত ছিলেন, যশোর ডিসটিক ম্যানেজার মোমিন আলী, যশোর সদর-১ ব্রাঞ্চে সিনিয়র ম্যানেজার রমেশ কুমার সাহা প্রমুখ।
কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার ১১২ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।

