যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম।
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোরাইয়া শিরিন। আলোচনা শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

