নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা ফরিদ সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে তার মেয়ে দীপার সামনে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুল আসামি করে হত্যা মামলা করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে রবিবার বিচারক এ রায় দেন।

