আজও অভিযান চলছে, খোঁজা হচ্ছে মেহেদী হাসানকে

আরো পড়ুন

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবন বিস্ফোরণে ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ক্ষতিগ্রস্ত ভবনটির বেজমেন্টে এ অভিযান শুরু হয়। মূলত ভবনের বেসমেন্টে অবস্থিত বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার নিখোঁজ মেহেদী হাসান স্বপনের সন্ধানেই শুরু হয় এ অভিযান।

ফায়ার সার্ভিস জানায়, মেহেদী হাসান স্বপনের স্বজনদের দাবি, ভবনের নিচে তার মরদেহ পাওয়া যেতে পারে। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। সকাল ৮টায় আমরা কাজ শুরু করেছি। ওই সময় ভবনের নিচে প্রচুর পানি থাকায় প্রথমে তা অপসারণ করে তারপর উদ্ধারকাজ শুরু করা হয়।

মেহেদী হাসান স্বপনের এক আত্মীয় জানান, ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেছি, কোথাও স্বপনকে পাইনি। আমরা নিশ্চিত তাকে ওখানেই পাওয়া যাবে। কারণ ঘটনার সময় তিনি ভবনেই ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ