বিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেফতার

আরো পড়ুন

বিদেশী পিস্তলসহ রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী সারোয়ার জামান সুইট (৩৪) গ্রেফতার হয়েছেন।

বুধবার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে নগরীর বালিয়াপুকুর উপর ভন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

সুইট উপর ভদ্রা এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে। বিদেশী পিস্তল ছাড়াও তার কাছে একটি ম্যাগজিন, একটি টিপ চাকু ও এক গ্রাম হেরোইন পেয়েছে র‌্যাব।

এ ঘটনায় রাতেই নগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সুইট রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী। সন্ত্রাস জগতের এমন কোনো কাজ নেই তিনি যার সঙ্গে যুক্ত নন। তার নামে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলাসহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে।

আরো জানানো হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে কারাগারে ছিলেন সুইট। সম্প্রতি জামিনে তিনি বেরিয়ে আসেন। এরপর অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। এ খবরের ভিত্তিতে বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে এলাকায় ত্রাস সৃষ্টির জন্য অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন সুইট।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ