চোটের সাথে লড়াই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের নতুন নয়। গত ফেব্রুয়ারি মাসে লিগ ওয়ানের ম্যাচে চোট পান নেইমার। ৪-৩ গোলে ফরাসি জায়ান্টদের জয়ের রাতে অ্যাঙ্কেল চোটের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলের পোষ্টার বয়কে। এ ধরনের ইনজুরি থেকে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সে অনুসারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে তাকে পাবার কথা ছিল পিএসজির। কিন্তু ফরাসি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ওই ইনজুরিতে তার চলতি মৌসুম শেষ হয়ে গেছে।
ফরাসি ক্লাব এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ডান গোড়ালিতে একাধিক সমস্যায় পড়েছেন নেইমার। গত মাসে পাওয়া চোটের পর প্যারিস সেন্ট জামেইর মেডিক্যাল স্টাফ পরবর্তী সময়ের বড় ঝুঁকি এড়াতে লিগামেন্ট রিপেয়ার অপারেশন করতে পরামর্শ দিয়েছেন।
আরো বলা হয়, বিশেষজ্ঞদের সবাই আলোচনা করে এই অপারেশন করার কথা বলেছেন। দলের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দিতে তিন থেকে চার মাস তার দেরি হবে।
চলতি লিগ ওয়ানের মৌসুম শেষ হবে ৩ জুন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুন। ফলে চলতি মৌসুমে পিএসজি তারকার মাঠে নামার সম্ভাবনা নেই।
নেইমারের ইনজুরিতে পড়ার ঘটনা নতুন নয়। চার বছরে এনিয়ে চারবার গোড়ালির চোটে পরলেন এই তারকা। পিএসজির জার্সিতে এবারের মৌসুমে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছিলেন ব্রাজিলিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট।

