পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশের মৃত্যু

আরো পড়ুন

পাকিস্তানে সোমবার পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে মারা গেছে ওই গাড়িতে থাকা ৯ পুলিশ সদস্যের।

পাকিস্তান পুলিশের মুখপাত্র মেহমুদ খান নোতিজাই সংবাদমাধ্যমকে জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিব্বি শহরে এই হামলার ঘটনা ঘটেছে। শহরটি বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মেহমুদ খান আরো বলেন, হামলার সময় আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেল চালিয়ে পুলিশের গাড়ির পাশে চলে আসেন। এরপর বোমার বিস্ফোরণ ঘটান।

স্থানীয় হাসপাতাল সূত্রের খবর, এই হামলায় অন্তত সাত পুলিশ আহত হয়েছেন।

পাকিস্তানে বিভিন্ন সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত সর্বশেষ এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ। প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রদেশের অধিবাসীরা স্বাধীনতার দাবিতে সোচ্চার। কয়েক দশক ধরে তাঁরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ