যশোরের খোলাডাঙ্গা এক হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আবিদ হাসান নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খোলাডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবিদ হাসান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের রুহুল আমিন খোকনের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোলাইমান আক্কাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট নিয়ে এক যুবক খোলাডাঙ্গা এলাকায় অবস্থান করছে। এরই ভিত্তিতে তারা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আবিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার হয়। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

