ভাষা শহীদের স্মরণে অসহায় মানুষের পাশে মুক্তিযুদ্ধমঞ্চ সভাপতি

আরো পড়ুন

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে দশজন মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো. মিনহাজ রহমান প্রত্যয়। ব্যতিক্রমি এই কার্যক্রমে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি৷

এসময় তিনি ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দশজন অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের একবেলা খাবার খাওয়ানো ও আর্থিক সহায়তা করা হয়।

প্রত্যয় বলেন, ভাষার জন্য যারা শহীদ হলো তাদের স্মরণে ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করেছি। দশজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাছে ভাষার জন্য শহীদের জন্য দুয়া চেয়েছি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের তাদের স্মরণ করার জন্য ব্যতিক্রম কিছু করতে চেয়েছি।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মুক্তার সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ সাইফ সরকার জেসান, সাধারণ সম্পাদকঃ মো. তামিমুজ্জামান তামিম, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব হাসান বাপ্পি, রাজু আহম্মেদ টিটু প্রচার সম্পাদক বাবু হোসেন খান, কার্যনিবার্হী সদস্য মো. তৌফিকুজ্জামান তৌফিক, সাইদুল হাসান রাব্বি সহ বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় শার্শা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো. সাইফ সরকার জেসান এর নেতৃত্বে একটি রক্তদান প্লাটফর্ম গঠন করা হয় এবং শার্শা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করার কথা জানানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ