ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর

আরো পড়ুন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মহাসড়কের সাত বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর মহাসড়ক সংলগ্ন খাইয়ারা নতুন বাড়ির বাসিন্দা এবং খাইয়ারা বাজারস্থ রাকিব ট্রেডার্সের মালিক।

ওসি জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর খাইয়ারা বাজারের দোকানে যাচ্ছিলেন। এ সময় তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে সাতবাড়িয়া রাস্তার মাথায় পৌঁছলে চট্টগ্রামমুখী দ্রুতগামী এক পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ