সমবায় মার্কেটে আগুন, দোকান মালিকের মৃত্যু

আরো পড়ুন

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইদ্রিস নামে এক দোকান মালিকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, আন্দরকিল্লা এলাকায় টিনশেডের সমবায় মার্কেটে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে এক দোকানি মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করেছে। রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লার টিনশেডের একতলা বিশিষ্ট সমবায় মার্কেটে আগুন লেগেছিল। প্রথমে মার্কেটের লেদ মেশিনের দোকানে আগুন লাগে। পরে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আলম ইঞ্জিনিয়ারিং লেদ মেশিনের দোকান মালিক ইদ্রিসের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ