কক্সবাজার নয়, বর্তমানে ওয়াশিংটন ডিসিতে পিটার হাস

আরো পড়ুন

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে চ্যানেল 24 এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন এবং সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী সেটিকে গুজব বলে প্রত্যাখ্যান করেন।

পরে বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজারে গেছেন দলের তিনজন নেতা—আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। তারা লিয়াজো কমিটির সদস্য হিসেবে সেখানে যাচ্ছেন। তবে নাসিরুদ্দিন পাটওয়ারী আমন্ত্রণ পাননি।

এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যককে আমন্ত্রণ জানানো হয়েছে স্থান স্বল্পতার কারণে। দাওয়াতপ্রাপ্তদের মধ্যে থাকলেও সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ অধিকাংশ সমন্বয়ককে বাদ দিয়ে অনুষ্ঠান আয়োজনকে যথাযথ মনে না করায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন।

দলের পক্ষ থেকে আরও বলা হয়, টানা এক মাসব্যাপী দেশজুড়ে পদযাত্রা ও সমাবেশ শেষে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম জ্বর, সর্দি ও কাশিতে ভুগেছেন। ফলে, কিছু সময়ের জন্য কক্সবাজারে বিশ্রাম নেওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখা উচিত নয়। এছাড়া, ৫ আগস্টের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় অনেকে অংশ নেননি বলেও উল্লেখ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ