গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২৯ বছর।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক ছোটন শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ছোটন শর্মা জানান, বুধবার সকালে বনমালা এলাকায় রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
তিনি আরো বলেন, ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

