ভিনিসিয়ুসের জীবন অতিষ্ঠ করে তুলেছে বর্ণবাদীরা

আরো পড়ুন

কোনোভাবেই যেন ঠেকানো যাচ্ছে না বর্ণবাদী সমর্থকদের। ব্রাজিলের তরুণ তারকা মাঠে নামলেই এক শ্রেণির দর্শক তার উদ্দেশ্যে বর্ণবাদী আচরণ শুরু করেন। এ নিয়ে অনেকবারই ভিনিসিয়ুস আর তার ক্লাব রিয়াল মাদ্রিদ অভিযোগ করে আসছে। কিন্তু থামানো যাচ্ছে না সেইসব দর্শকদের। ভিনির জীবনও অতিষ্ঠ হয়ে উঠছে। এবার ভিনিসিয়ুসের পক্ষ নিয়ে বর্ণবাদীদের কঠোর সমালোচনা করলেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ।

সর্বশেষ ওসাসুনার মাঠে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে যখন এক মিনিট নীরবতা পালন করা হচ্ছিল, তখন ভিনিকে কুকুরের বাচ্চা বলে গালি দেন এক দর্শক! এমনকী ভিনির মৃত্যু কামনা করে ওসাসুনার সমর্থকেরা গ্যালারিতে গান ধরেন। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় রিয়াল। ভিনিসিয়ুসকে নিয়মিতই এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায়। ক্লপ মনে করেন, ভিনিসিয়ুস যদি কোনো অন্যায়ও করেন তবু বর্ণবাদী আচরণকে বৈধতা দেয়া যায় না।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ক্লপের কাছে জানতে চাওয়া হয়, ভিনির উস্কানিতেই দর্শকরা এসব করেন কিনা? জবাবে ক্লপ বলেন, এটা কেমন প্রশ্ন? মাঠে কি ভিনি এমন কিছু করছে, যার কারণে এটা হচ্ছে? পৃথিবীতে এমন কোনো বিষয় নেই, যেটার অজুহাতে বর্ণবাদী আচরণকে বৈধতা দেয়া যায়। একবার ভাবুন তো, আমি যদি এই প্রশ্নের উত্তরে “হ্যাঁ” বলতাম? নিশ্চয়ই এটা বোকামি হতো।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ