দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ আভাস দেয়া হয়।
তিন বিভাগের মধ্যে রয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট। এছাড়া কিশোরগঞ্জ জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

