২০২৩ সালের জানুয়ারিতে সারাদেশে দুর্ঘটনায় ৩৩৩ জন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩৩৬ জন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত এক তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
চলতি ফেব্রুয়ারি মাসে এই তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বিএআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনার জানুয়ারি মাসের পরিসংখ্যানে দেখা গেছে, সড়কে মোট ৩২২টি দুর্ঘটনা ঘটেছে জানুয়ারিতে। এই দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ছিল ঢাকা বিভাগে ১০৪টি। এর পরেই ছিল চট্টগ্রাম বিভাগ ৫১টি দুর্ঘটনা। সবচেয়ে কম ছিল ময়মনসিংহ বিভাগে ১৫টি দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুও ছিল ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় মারা যান ১১০ জন। সবচেয়ে কম মৃত্যু ছিল ময়মনসিংহ বিভাগে ১৫ জন।
সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি আহতের সংখ্যাও ঢাকা বিভাগে ৭৪ জন এবং সবচেয়ে কম আহত হয়েছে চট্টগ্রাম বিভাগে ২১ জন। বিআরটিএ বিভাগীয় অফিসের মাধ্যমে এই দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি এক বিবৃতিতে জানায়, জানুয়ারি মাসে দুর্ঘটনায় ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছেন।

