ব্রাজিল কোচের পদে কে হবেন তিতের স্থলাভিষিক্ত এ নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা। কাতার বিশ্বকাপের পর থেকেই পদটি শূন্য। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও নতুন কোচ চূড়ান্ত করতে পারেনি দেশটি। আপাতত তাই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে র্যামন মেনেজেসকে দায়িত্ব দেয়া হয়েছে।
আগামী ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারদের ডাগআউট সামলাবেন মেনেজেস। কয়দিন আগেই তার কোচিংয়ে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছে ব্রাজিল।
কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) এক বিবৃতিতে বলেছে, র্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।
কাতার বিশ্বকাপের পর নেইমারদের দায়িত্ব ছেড়ে দেন তিতে। ক্রোয়েশির বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছিল ব্রাজিলকে। তিতে দায়িত্ব ছেড়ে দেয়ার পর গেল কিছুদিন নেইমারদের সম্ভাব্য কোচ হিসেবে বেশ কিছু হাইপ্রোফাইল কোচের নাম এসেছে আলোচনায়। যে তালিকায় আছে হোসে মরিনহো, কার্লো আনচেলত্তির মতো নাম।

