তিউনিশিয়া থেকে দেশে আসছে দেড় লাখ টন টিএসপি

আরো পড়ুন

চলতি বছরে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের (জিসিটি) মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী তিউনিসে চুক্তিতে স্বাক্ষর করেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম।

এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।

বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি ভিত্তিতে তিউনিশিয়ার টিএসপি আমদানি করে আসছে। দেশটির সারের মান ভালো ও কৃষকদের কাছে বেশ জনপ্রিয়।

একইদিন কৃষিসচিব ওয়াহিদা আক্তার তিউনিশিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্য মন্ত্রী আব্দেল মনাম বেলাতি এবং শিল্প, খনিজ ও বিদ্যুৎ মন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিউনিশিয়ার দুই মন্ত্রী বাংলাদেশের সঙ্গে কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আগ্রহ ব্যক্ত করেন।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ