ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রেসক্লাব যশোরের দ্বিতীয়তলা হল রুমে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী আহমাদ আব্দুল জলিল।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আব্দুল হালিম মিঞা এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল গাজী।
উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সহ-সভাপতি মুফতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ প্রকাশনা সম্পাদক হাসান তারিক দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাও. সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন প্রমুখ।
সম্মেলন শেষে যশোর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিন পদে কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কামরুজ্জামান, সহ-সভাপতি খাইরুল বাশার ও সাধারণ সম্পাদক আব্দুর রায়হান।

