নিজস্ব প্রতিবেদক, চৌগাছা : যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়ম করে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে স্মাক্ষর জালিয়াতির প্রমাণ মিলেছে।
মঙ্গলবার সকালে তদন্ত কমিটির উপস্থিতিতে সভাপতি গঠনের বিভিন্ন অনিয়ম উঠে আসে। উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলিম রেজাসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লংঘন করে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে লিখিত অভিযোগ করেন একাধিক অভিভাবক সদস্য। লিখিত অভিযোগের সূত্রে বিদ্যালয়ে তদন্তে আসেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী মাইকিং না করা, সদস্যদের না জানিয়ে অভিভাবক সদস্য নির্বাচন ও রেজুলেসনে স্মাক্ষর জালিয়াতির সত্যতা পায় তদন্ত কমিটি। এ নিয়ে ওই এলাকাবাসী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে পকেট কমিটি গঠনের পর থেকে বিদ্যালয়ের অভিভাবকরা তা অবিলম্বে বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি না থাকায় যশোর শিক্ষাবোর্ড থেকে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ওই বিদ্যালয়ের কমিটি গঠনের নির্দেশনা থাকলেও বোর্ডেও নির্দেশনা গোপন রেখে, নির্বাচনের বিধান ভঙ্গ করে, তফসিল মনোনয়ন এবং নির্বাচনের সার্বিক বিধান অমান্য করে প্রধান শিক্ষকের এলাকার একটি প্রভাবশালী মহলকে নিয়ে গোপনে একটি পকেট কমিটি গঠন করে বোর্ডে জমা দেন। কমিটি গঠনের পর থেকে দীর্ঘদিন ধরে বিষয়টি গোপন রাখেন।

