জেমির পারিশ্রমিক বুঝিয়ে না দেয়ায় বাংলাদেশে ফিফার উন্নয়ন তহবিলের অর্থ বরাদ্দ বন্ধ

আরো পড়ুন

সাবেক কোচ জেমি ডে’র পারিশ্রমিক এখনো বুঝিয়ে না দেয়ায় বন্ধ হয়ে গেলো বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) ডেভেলপমেন্ট খাতের অর্থ বরাদ্দ।

২৭ ডিসেম্বর পাওনা বুঝিয়ে দেয়ার ডেডলাইন থাকলেও পেরিয়েছে দেড় মাস। সুদ সমেত জরিমানা প্রতিদিন বাড়ছে। অর্থ সঙ্কটের কথা স্বীকার করেছে বাফুফে। ব্যাংক ঋণ নিয়ে সঙ্কট কাটানোর কথা বলেছেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।

আরো একবার ফিফার কাঠগড়ায় ফুটবল ফেডারেশন। এবার বাংলাদেশের সাবেক কোচ জেমি ডেকে তার পাওনা বুঝিয়ে না দিয়ে। ইংলিশ কোচকে তার পাওনা বুঝিয়ে দেয়ার শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর ২০২২। কিন্তু এখরো টাকা পাননি জেমি ডে।

২২ সেপ্টেম্বর ২০২১। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের একক সিদ্ধান্তে নিরবে ঢাকা ছাড়েন ইংলিশ কোচ। তখনো চুক্তির ১১ মাস বাকি। সেই মেয়াদ শেষের দু’মাস পর ২০২২ এর অক্টোবরে পাওনা চেয়ে ফিফার দ্বারস্থ হন বাংলাদেশের সাবেক কোচ।

সিদ্ধান্ত আসে জেমির পক্ষে। জরিমানা দিতে হবে প্রায় কোটি টাকা। আপিল করেও লাভ হয়নি ফেডারেশনের। ২৭ ডিসেম্বরের ডেডলাইন মানতে না পেরে উল্টো আরও বিপাকে। বন্ধ হয়ে গেছে ডেভলপমেন্ট খাতে ফিফার অনুদান। এ তথ্য নিশ্চিত করেছেন জেমি ডে।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ