আগামী ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের জনসভা সফল করার লক্ষ্যে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন তিনি রাজারহাট কচুয়া ব্রীজ ভিত্তি প্রস্তর স্থাপন ও বেইলী ব্রীজ উদ্বোধন করবেন।
সোমবার (৩০ জানুয়ারি) ইউনিয়ন পরিষদের হলরুমে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ।
নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক ছাত্রলীগ নেতা গাজী রায়হান মৌমন, শহর ছাত্রলীগ নেতা তছিকুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফসিয়ার রহমান, মনিরুল ইসলাম হিমু, আলিম হোসেন, আব্দুল মালেক, সুধন্য চন্দ্র দাস, আসাদ পারভেজ, আব্দুল গনি, যুবলীগ নেতা জাহিদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাসান, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলী, নরেদ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরনসহ ০৯ টি ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ।

