যশোরের ঝিকরগাছায় ২২ বোতল বিদেশী মদসহ আব্দুর রহমান (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ।
রবিবার (৩০ জানুয়ারি) তাকে উপজেলা মোড় সংলগ্ন কবির হোটেলের সামনে যশোর-বেনাপোল হাইওয়ে রোডের উত্তর থেকে আটক করা হয়।
আব্দুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলার গোলাপনগরে।
যশোর জেলা পুলিশ বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঝিকরগাছা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা মোড় সংলগ্ন কবির হোটেলের সামনে যশোর-বেনাপোল হাইওয়ে রোডের উত্তর পাশে জনৈক মতলেবের চায়ের দোকানের সামনে থেকে ২২ বোতল বিদেশী মদসহ আব্দুর রহমানকে গ্ৰেফতার করা হয়।

