আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে পৌঁছেছেন।
রবিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রী সেখানে শুরু হওয়া ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন।
এরপর দুপুরে ঐতিহাসিক মাদরাসা ময়দানে প্রধান অতিথি হিসেবে এক জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী নগরী ও জেলা ইউনিট এ জনসভার আয়োজন করেছে।
পাঁচ বছর পর রাজশাহীতে জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদ্রাসা মাঠে ইতোমধ্যে দলে দলে সর্বস্তরের লোকজন আসতে শুরু করেছে।
সকাল ৯টা থেকে রাজশাহীসহ বিভাগের ৮টি জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে প্রবেশ করতে শুরু করেন। সভাস্থলে আসা কর্মীদের বিভিন্ন রঙিন পোশাক ও টুপি পরে মাঠে প্রবেশ করতে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রাজশাহীতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মাঠে প্রবেশের আগে সবাইকে দুই স্তরে তল্লাশির সম্মুখীন হতে হচ্ছে। মাদ্রাসা মাঠের উত্তর এবং পূর্বের প্রবেশপথ দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করছেন।
নিরাপত্তার স্বার্থে মাঠের তুলনায় সমাবেশ এলাকার আয়তন ছোট করা হয়েছে। মাঠে কাউকে দিয়াশলাই, সিগারেট, কলম নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

