প্রধানমন্ত্রীর জনসভা: স্লোগানে মুখর রাজশাহী

আরো পড়ুন

দীর্ঘ পাঁচ বছর পর রবিবার এক দিনের সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী নগরী।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী প্রথমে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী প্রশিক্ষণের কুচকাওয়াজে অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটায় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

এদিকে সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেয়া হয়েছে। তবে তার আগে থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মাদরাসা মাঠে প্রবেশের মূল ফটকে হাজার হাজার নেতা-কর্মীর জটলা দেখা গেছে। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরেছেন নানা রঙের গেঞ্জি ও টুপি। স্লোগান ও বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ লিমন বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেছে। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এতে যোগ দেবেন। সকাল সাড়ে ৯টার মধ্যেই আমরা জনসভা শুরু করব। সকাল ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ