ভারতে পাচারকালে শার্শা সীমান্তে ৮ কেজি সোনা জব্দ

আরো পড়ুন

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে ৮ কেজি ১৬৩ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এ সময় এসব সোনা বহন করা দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার শার্শা উপজেলার পাঁচ কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২০ আর পি থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচ কায়বা গ্রামে একটি আম বাগান থেকে সোনার ৭০টি বারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম ও চাঁদপুরের কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রধান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার তত্ত্বাবধানে কায়বা সীমান্তের একটি আম বাগানে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি। অভিযানকালে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে সেটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মিটার বক্সের ভেতরে ৭০ পিস সোনার বার পাওয়া যায়। জব্দ করা এই সোনার ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম। বর্তমান বাজার মূল্যে এই সোনার দাম সাড়ে ৬ কোটি টাকা।

তিনি জানান, আটক পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আর জব্দ সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ