প্রেমিকের পিটুনিতে প্রাণ গেলো মেয়ের বাবার

আরো পড়ুন

রংপুরের পীরগাছায় পিটুনিতে একজন নিহত হয়েছেন। পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের ইছলারহাটের চেংটুর ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী নওশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাচারি বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, নওশাদ আলীর মেয়ের সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামধন এলাকার আব্দুল করিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নওশাদের মেয়েকে নিয়ে পালিয়ে যায় করিম।

এ ঘটনায় নওশাদ করিমকে আসামি করে রংপুরের মিঠাপুকুর থানায় মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে বাবার জিম্মায় দেয় এবং করিমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

তিনি আরও জানান, ওই মামলায় প্রায় তিন মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে বের হন করিম। এই খবরে ওই মেয়ে আবারও করিমের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। বুধবার সকালে করিমের বাড়িতে গিয়ে মেয়েকে জোর করে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নওশাদ। পথিমধ্যে পথরোধ করে বেধড়ক পিটুনি দিলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নওশাদ। স্থানীয়রা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এসআই আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ