আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

আরো পড়ুন

কাতার বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলেও পরোক্ষভাবে বিশ্বকাপে ঠিকই ছিল লাল-সবুজের দেশ। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস-উন্মাদনা ছড়িয়ে গিয়েছে পুরো বিশ্বজুড়ে। আলবিসেলেস্তেদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নজর কেড়েছে তাদেরও। তাই লিওনেল মেসির আর্জেন্টিনা এ বছরের জুন মাসে আসতে যাচ্ছে বাংলাদেশে। এই বিষয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

কিন্তু বুধবার হতে যাওয়া এই সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করেছে বাফুফে। বুধবার দুপুর আড়াইটায় আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাত্র ৩ ঘন্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ঠিক কারণে শেষ মুহূর্তে প্রেস ব্রিফিং বাতিল করা হয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

আজ সকাল ১১ টা ২১ মিনিটে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অপরদিকে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন জানায়, মেসিসহ বাংলাদেশে আর্জেন্টিনা দলকে নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

এ বিষয়ে তিনি বলেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফল চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ