কলেজ মাঠে মিললো যুবকের মরদেহ

আরো পড়ুন

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পাওয়া গেছে।

কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহটি পাওয়া যায়।

প্রাথমিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫। তার পরনে জ্যাকেট, জিন্স প্যান্ট ও স্যান্ডেল আছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনের মাঠে আসে। এ সময় তারা মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ওসি বলেন, মরদেহের পকেটে পরিচয় শনাক্ত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি ৷ তার শরীরে কোথাও আঘাতের চিহ্নও নেই। মরদেহের পাশ থেকে একজোড়া স্যান্ডেল, লাইটার, সিগারেট ও একটি পানির বোতল পাওয়া গেছে।

ওসি নূরে আলম আরো বলেন, যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন কাজ করছে। কাজ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ