নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে ২৫ কেজি গাঁজা ও বিদেশি মদসহ এমদাদ হোসেন (৪০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০-এর এএসপি এনায়েত করিম।
তিনি জানান, অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় এমদাদ ২৫ কেজি গাঁজা এবং একুশ বোতল বিদেশি মদ নিয়ে ঢাকায় আসছিল। পথে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় তাকে আটক করা হয়। অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজার মূল্য প্রায় সাড়ে নয় লাখ টাকা। তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং প্রায় পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
এনায়েত করিম আরো জানান, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।

