সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে বিএনপির দুই নেতা আটক

আরো পড়ুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি ও নানা অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তরুণ দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বুধবার (৬ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। রাত ১১টার কিছু পর টিএইচ তোফাকে এবং একই সময় নাসিক ৬ নম্বর ওয়ার্ডে এস এম আসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওসি আরও জানান, এস এম আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যা বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে থানায় ডেকে পাঠানো হয়।
অন্যদিকে, টিএইচ তোফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদেও চাঁদাবাজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আরো পড়ুন

সর্বশেষ