নিজের ভুল স্বীকার করলেন মেসিদের ফাইনাল ম্যাচের রেফারি

আরো পড়ুন

২০২২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করতে গিয়ে যেন চাপেই পড়লেন সাইমন মার্চিনিয়াক। রেফারিকে নিয়ে চলছে নানারকম আলাপ-আলোচনা। এবার নিজের ভুল স্বীকার করলেন পোলিশ এই রেফারি।

লুসাইলে গত রবিবারের ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। যেখানে ১২০ মিনিটের লড়াই ৩-৩ শেষ হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। এই ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। তাছাড়া অনেকবার খেলাও থামাতে হয়েছিল এই রেফারিকে। ফাইনাল ম্যাচ নিয়ে

স্পোর্ট ডট পিএলকে দেয়া সাক্ষাৎকারে পোলিশ রেফারি বলেন, অবশ্যই ফাইনাল ম্যাচে ভুল করেছি। মার্কোস আকুনার ট্যাকলের পর আমি ফ্রান্সের পাল্টা-আক্রমণ থামিয়ে দিয়েছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম একারণে যে ফাউলের শিকার হওয়া খেলোয়াড় বেপরোয়া না হয়ে যায়। আসলে কিছুই হয়নি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ভুল আমি করে ফেলেছি।

তাছাড়া এই ফাইনালে ১০৮ মিনিটের সময় লিওনেল মেসির গোল বাতিলের ব্যাপারে ফরাসি ক্রীড়া গণমাধ্যম ‘এল-ইকুইপ’ একটি প্রতিবেদন করেছিল। গণমাধ্যম যুক্তি দেখিয়েছিল, গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টিনার বদলি খেলোয়াড়েরা ঢুকে পড়েছিলেন। ফরাসি গণমাধ্যমের প্রশ্নের জবাবে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে করা একটি গোলের ভিডিও দেখিয়েছিলেন মার্চিনিয়াক। পোলিশ রেফারি তখন বলেন, ফরাসিরা এই ছবিটার কথা উল্লেখ করেননি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এমবাপ্পে গোল করার সময় ফ্রান্সের সাত খেলোয়াড় মাঠে ছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ