ট্রাক-ইজিবাইক-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেলো ৫ জনের

আরো পড়ুন

রংপুরের তারাগঞ্জে ট্রাক, ইজিবাইক ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তারা

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মহাসড়কের খিয়ারজুম্মা নেংটিছেঁড়া সেতুর কাছে এ তুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মোহাম্মদ আলী, লাবু হোসেন, আজানুর রহমান, খাদেমুল ইসলাম। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের খিয়ারজুম্মা নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে একটি ট্রাক ইজিবাইকে ধাক্কা দেয়। পরে ওই ইজিবাইকের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। বর্তমানে হাসপাতলে দুই জন চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

স্থানীয় বাসিন্দা আহমেদ আলী বলেন, রাস্তা প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ সৎকারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু আশরাফ সিদ্দিকী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের সঙ্গে কিছুদিন আগে মতবিনিময় হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ