এমিলিয়ানো মার্টিনেজের উদযাপন নিয়ে বিতর্ক

আরো পড়ুন

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ টুর্নামেন্টজুড়েই ছিলেন দুর্দান্ত। জিতেছেন গোল্ডেন গ্লাভ পুরস্কার। জেতার পর তার উদযাপনের ধরন বিতর্ক সৃষ্টি হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক পোডিয়ামের উপরে দাঁড়িয়ে তার গোল্ডেন গ্লাভ ট্রফিটি নিজের তলপেটে চেপে ধরেন। পরে পুরস্কারকে মাথার উপরে তুলেও নাড়াতে দেখা যায়।

ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মার্টিনেজ একটি বড় সেভ করে খেলাকে টাইব্রেকারে নিয়ে যান। সেখানে ফ্রান্সের শট আটকে খেলায় পার্থক্য গড়ে তোলেন।

উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার হয়ে নায়ক হন মার্টিনেজ। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ে তার অসাধারণ অবদানের পরে, অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ফাইনালে ফ্রান্সের কিংসলে কোমানের পেনাল্টি আটকে দেন। তার তৈরি করা মানসিক চাপ তরুণ মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনিকে প্রভাবিত করে। স্পট-কিকটি গোলের বাইরে মারেন চুয়ামেনি।

যার সুবাদেই তিনি টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভও। তার উদযাপনের এই ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোল্ডেন গ্লাভ নিয়ে তার উদযাপন ‘অশ্লীল’ বলেও উল্লেখ করছেন অনেকেই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ