আফগানিস্তানে একটি টানেলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩২ জন। রাজধানী কাবুলের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় সালং টানেলে একটি জ্বালানির ট্যাঙ্কার উল্টে যায়। এরপর সেটিতে অগ্নিকাণ্ড ঘটে। নেভানোর আগেই অন্যান্য যানবাহনেও আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর বেশ কিছু যানবাহন পুড়ে গেছে।
দুর্ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের পর আমি নিচে পড়ে যাই। আমার জামাকাপড়ে আগুন ধরে গিয়েছিল।
এ বিষয়ে জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আফগান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে কে নারী আর কে পুরুষ, তা শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছিল।

