গোল উৎসব, একপেশে থেকে হাড্ডাহাড্ডি লড়াই, রোমাঞ্চকর ১২০ মিনিট, বারবার বাঁক-বদল, রুদ্ধশ্বাস শিরোপা লড়াইয়ের শেষে স্নায়ুক্ষয়ী টাইব্রেকার! সবশেষে শতভাগ সফল হয়ে শিরোপা উল্লাসে মেতে উঠল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে উঠল আরাধ্য সোনালি ট্রফি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে রবিবারের ফাইনালে দীর্ঘ সময় আর্জেন্টিনা এগিয়ে থাকার পর ৯৭ সেকেন্ডের দুই গোলে সমতা আনেন কিলিয়ান এমবাপ্পে। অতিরিক্ত সময়ে মেসির দ্বিতীয় গোলে আর্জেন্টিনা ফের এগিয়ে যাওয়ার পর ৩-৩-এ ফের সমতা আনেন এমবাপ্পে। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে ম্যারাডোনার উত্তরসূরিদের বাজিমাত।
লুসাইলের ফাইনালের কিছুক্ষণ পরই আর্জেন্টিনা ফুটবল তাদের টুইটার পেজে তিন তারকা সম্বলিত লোগোর ছবি দিয়েছে। এখন থেকে তাদের জার্সিতেও থাকবে তিন তারকা।
সূত্র: দি স্পোর্টিং নিউজ

