কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু

আরো পড়ুন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর থানার মধ্য গোবিন্দপুর এলাকার মৃত আশ্রফ আলীর ছেলে নূর ইসলাম ওরফে শেখ চান (৬৯) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দ তাইজুদ্দিন (৭৬)।

ওই কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ চান এবং তাইজুদ্দিন কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তারা কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শেখ চান এবং তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। তাইজুদ্দিন ২০০৮ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ