যশোরে মোবাইল শো-রুমে সন্ত্রাসীদের তালা, পুলিশের ভূমিকা রহস্যজনক

আরো পড়ুন

যশোর শহরের চিত্রামোড় এলাকায় একটি মোবাইল কোম্পানির শো-রুমে সন্ত্রাসীরা তালা মেরে দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু শো-রুম ও মার্কেটের মালিক কর্তৃপক্ষ যৌথভাবে তালা খোলার চেষ্টা করলে তাতে বাঁধা দিচ্ছে পুলিশ।

গত শনিবার রাতে সন্ত্রাসীরা শো-রুমটিতে তালা মারে। পরে রবিবার তালা খুলতে গেলে বাড়ির মালিক নুর আলম ও আব্দুল হামিদকে থানায় ধরে নিয়ে যায় পুলিশ। আজ সোমবার কর্তৃপক্ষ শো-রুম থেকে মালামাল বের করতে গেলেও পুলিশ তাতে বাঁধা দেয়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করছেন, পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করছে।

মার্কেটটির মালিক আব্দুল হামিদ অভিযোগ করেন, ‘শহরের চিত্রামোড়স্থ কাশেম টাওয়ারের নিচ তলার একটি
শো-রুমে শনিবার রাতে কর্মচারীদের বের করে দিয়ে মুখোশধারী সন্ত্রাসীরা তালা লাগিয়ে দেয়। আমরা এনিয়ে থানায় অভিযোগ দিলেও তা গ্রহণ করা হয়নি। উল্টো তারা আমাদের রুমে যেতে বাঁধা দিচ্ছে। পুলিশ সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আমাদের হয়রানি করছে।’ শো-রুমটির ম্যানেজার এনামুল হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে আমাদের শো-রুম বন্ধ। রুমের মধ্যে লাইট জ¦ললে। অনেক টাকার মালামাল রয়েছে। আজ সোমবার আমি মালামাল রেব করতে চাইলে পুলিশ তা করতে দেয়নি।’

এ বিষয়ে এএসআই রফিকুল ইসলাম রফিক বলেন, ‘এখানে ঝামেলা আছে। যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয় এজন্য আমরা ‘মিটমাট’ করে নিতে বলেছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ অভিযোগ করেছে কিনা তা আমি জানি না। কেউ হয়তো অভিযোগ করতে পারেন। থানা থেকে আমাকে এখানে আসতে বলা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন করছি।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ