যশোরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রীর মৃত্যু

আরো পড়ুন

যশোর জেলার শার্শায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী পিন্টু মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত পিন্টু মোল্লা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আনছার মোল্লার ছেলে।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে একটি অটোরিকশা বাগআঁচড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরমুখী একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার যাত্রী পিন্টু মোল্লা ছিটকে সড়কে পড়েন। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হয়েছেন অটোরিকশাচালকও। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্রাকটি জব্দ ও চালককে আটকে অভিযান চলছে বলে জানান এসআই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ