খুলনায় অতিথি পাখি শিকারীর ৭ দিনের কারাদণ্ড

আরো পড়ুন

অতিথি পাখি শিকার করায় খুলনার পাইকগাছায় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ সাজা দেন।

পাখি শিকারী হাসিব রহমান (৩২) উপজেলার চাঁদখালীর গজালিয়া গ্রামের বাসিন্দা কুদ্দুস মোড়লের ছেলে।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখলীর গজালিয়া মাঠ থেকে একজন পাখি শিকারীকে বিভিন্ন প্রজাতির ৯টি অতিথি পাখি, একটি এয়ারগান ও ১০০ রাউন্ড সীসার গুলিসহ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন আটক করেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৮ ধারায় অভিযুক্ত শিকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলে পাখি শিকার বন্ধে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ