খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

আরো পড়ুন

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ৮০ জনের নামে মামলা দেয়া হয়েছে।

খুলনা সদর থানার এসআই শাহিন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজহারভুক্ত অপর আসামিরা হলেন, হোসেন, ইয়াসিন সানা, মিরাজ হাওলাদার, ইসতিয়াক আহম্মেদ ইস্তি, মাসুদ পারভেজ বাবু, হেলাল আহম্মেদ সুমন, মাসুদ খান বাদল , এবাদুল হক রুবায়েত, মো. মতিউর রহমান বুলেট, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মাহমুদ হাসান বিপ্লব, রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলাম শফি, মফিজুল সরদার, বেলাল হোসেন গাজি, হেলাল হোসেন গাজী, ফরিদ মোল্যা, গাউস ওরফে কুলি গাউস, পাভেল, জামাল, ইয়াকুব, খাইরুজ্জামান সজিব, রাজ্জাক, আসাদুজ্জামান মিঠু, আলতাফ, রুবেল ওরফে রুম্মান, জাহিদ, রাজিব, জি এম তারেক, টুকু, কালু, আলাউদ্দিন, তাজিম বিশ্বাস, রাসেল, আরিফ, রমজানসহ অজ্ঞাতনামা ৭০-৮০জন।

মামলার বাদী খুলনা থানার এসআই শাহিন কবির উল্লেখ করেন, ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামিরা বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষ্যে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধনসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতা করার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর কাজের ষড়যন্ত্রমূলক কাজের উদ্দেশ্যে সমবেত হয়। যা ১৯৭৪ সনের The Special Power Act ১৫ (৩) ২৫-উ The Explosive Substances Act,১৯০৮ এর ৪ ধারার অপরাধ করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ