মহিষের গুঁতোয় আহত সাবেক সংসদ সদস্য বদি

আরো পড়ুন

লড়াইরত ক্ষেপাটে মহিষের গুঁতোয় আহত হয়েছেন কক্সবাজার-৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

রবিবার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ২ যুবক মহিষের লড়াইয়ের আয়োজন করেন। সেখানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সাবেক এমপি বদি। সেসময় তিনি লাল রঙের টি-শার্ট পরিহিত ছিলেন। লড়াইয়ের একপর্যায়ে একটি উন্মত্ত মহিষ তার দিকে তেড়ে আসে এবং শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। সেসময় মহিষের পায়ে পিষ্ট হয়ে তিনি আহত হন, তবে আশঙ্কামুক্ত। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি টেকনাফে নিজ বাড়িতে অবস্থান করছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ